পাইকগাছায় আসামীদের উপর হামলার ঘটনায় আটক ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আদালত সংলগ্ন আইনজীবী মিলনায়তনে জামিন প্রাপ্ত আসামীদের উপর হামলার ঘটনায় পুলিশ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে। আটক ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাসেল একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বজিৎ শীল তাকে মারপিট করার ঘটনায় গত ৩ আগস্ট থানায় মামলা করে। এ মামলার আসামীরা সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেন। এদিকে ইউপি সদস্য বিশ্বজিৎ শীলের পক্ষে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ বেশ কয়েকজন নেতাকর্মী জামিন প্রাপ্ত আসামীদের উপর হামলার পরিকল্পনা করে আদালত এলাকায় অবস্থান নেয়। বিষয়টি জানতে পেরে আসামীরা নিজেদের রক্ষা করতে আইনজীবী ভবনে গিয়ে আশ্রয় নেয়। এ সময় রনি’র নেতৃত্বে নেতাকর্মীরা আইনজীবী ভবনে ঢুকে আসামীদের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট শুরু করে। এ সময় আদালতের নিরাপত্তায় থানা পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পুলিশ রনি ও রাসেলকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করেন অনেকেই।