পাইকগাছায় আলেয়া হত্যার ঘটনায় পৃথক মানবন্ধন ও সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিধবা গৃহবধূ আলেয়া হত্যার ঘটনায় পৃথক মানবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবীতে আলেয়ার পরিবার ও এলাকাবাসী গতকাল সোমবার সকালে নিজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। অপরদিকে বিকালে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাসের পরিবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ এনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, গত ১৯ জানুয়ারী রাড়–লী ইউনিয়নের কলমিবুনিয়া গুচ্ছগ্রামের মৃত শাহাজান গাজীর বিধবা স্ত্রী আলেয়া বেগম (৪৬) এর মৃতদেহ তার বসত ঘর থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ছেলে আলমগীর গাজী বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। মামলায় শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাস (৪৫), হাশেম সরদারের ছেলে আমান সরদার (৩৫) ও ফজু বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস (৩২) কে এজাহার নামীয় আসামী করা হয়নি এমন ক্ষোভ প্রকাশ করে এবং মামলা তুলে নিতে হুমকি প্রদান করার প্রতিবাদে আলেয়ার ছেলে আলমগীর রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এবং সোমবার সকালে রাড়–লীর শ্রীকণ্ঠপুর নিজ এলাকার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আলেয়ার হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অবিলম্বে আলেয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, আলেয়ার মা বিউটি বেগম, ছেলে আলমগীর, ভাই ইউনুস সরদার, রাজ্জাক সরদার, ভাইপো কুদ্দুস, ভাইজি ফাতেমা ও ইউপি সদস্য আবুল কালাম।
এদিকে আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস ও তার শ্যালক আমান সরদারকে আলেয়া হত্যা মামলায় ফাঁসানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন আরশাদের স্ত্রী নাজমা বেগম ও আমানের স্ত্রী কাকলী বেগম।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আরশাদ আলী বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করবেন এমন ঘোষণা করায় এবং সে লক্ষে এলাকায় কাজ শুরু করায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি স্বার্থনেষী মহল মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী ও ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা দাবী করেন, সঠিক তদন্ত করলে আলেয়ার মৃত্যুর রহস্য উন্মোচন হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আরশাদের পরিবার এ ধরণের ষড়যন্ত্র ও সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।