পাইকগাছায় আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু ও সিনিয়র যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, ভুধর চন্দ্র বিশ্বাস, এস এম সৈয়দ আলী, আব্দুস সামাদ, যুবলীগের সাবেক উপজেলা সভাপতি এস এম শামছুর রহমান, যুবনেতা শেখ শহীদ হোসেন বাবুল, এমএম আজিজুল হাকিম, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, দীপংকর মন্ডল, প্রসুন বাবু, জহুরুল হক সানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি সদস্য শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, বাশারুল ইসলাম বাচ্চু, আল-তারিক আকুঞ্জি, গৌতম রায়, আক্কার আলী গাজী, মোহাম্মদ আলী, মনোজ মন্ডল, অসিত বরন মন্ডল, সুজিত মন্ডল, জয়ন্ত মন্ডল, শফি মোড়ল, রাব্বু, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, কবির উদ্দীন সরদার, শেখ মনিরুল ইসলাম, শেখ শফিয়ার হোসেন, শেখ আব্দুল হাই, শেখ ইরান হোসেন, শেখ আফজাল হোসেন। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পুর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র সদ্য প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।