পাইকগাছায় আমন ধান সংগ্রহ শুরু লক্ষ্যমাত্রা ১৭শ ৯৬ মেট্রিক টন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান। উল্লেখ্য, চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৭৯৬ জন কৃষকের নিকট থেকে ১৭শ ৯৬ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। যার মধ্যে হরিঢালীতে ১০৫, কপিলমুনিতে ১১৩, লতা ১১০, দেলুটি ৪৬০, সোলাদানা ০১, লস্কর ১৫১, গদাইপুর ৮৪, রাড়–লী ১২২, চাঁদখালী ২৭২, গড়ইখালী ৩২৮ ও পৌরসভায় ৫০ মেট্রিকটন ও কৃষক।