পাইকগাছায় আবারও এক লাখ পারশে পোনা নদীতে অবমুক্ত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আবারও এক লাখ পারশে পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শিববাটী ব্রীজ সড়কে অভিযান চালিয়ে এক লাখ পারশে পোনা জব্দ করেন। পরে উপক‚লীয় অঞ্চলের নদ-নদী থেকে পারশে পোনা আহরণ বন্ধের আইনের আওতায় জব্দকৃত পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।