December 27, 2024
আঞ্চলিক

পাইকগাছায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গড়ইখালী আলমশাহী চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি

৪৮তম জাতীয় মাদ্রাসা ও স্কুল ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার সকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত খেলায় চাঁদখালীর কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সহচরী বিদ্যামন্দিরের অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, ফাঁড়ি পুলিশের পরিদর্শক সঞ্জয় কুমার, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মধুসূদন সরকার, রহিমা আক্তার শম্পা, আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন খোকন, আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি বনিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুর রশিদ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, শিক্ষক প্রদীপ শীল, দীপক কুমার সরকার, সাংবাদিক তপন কর্মকার, যুবলীগনেতা আব্দুল গফফার মোড়ল, আশরাফুল ইসলাম টুটুল ও অভিজিৎ সাধু। ধারাভাষ্যে ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষক কনক সরকার ও আক্তার হোসেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *