পাইকগাছায় আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভা পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয় (কিঃ গাঃ) স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক জিএম হুমায়ূন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, সরবানু বেগম, পৌর সচিব লিয়াকত আলী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
উপস্থিত ছিলেন শিক্ষক বিলকিস খানম, সালমা খাতুন, শ্রদ্ধা রানী মন্ডল, রাশিদুল ইসলাম, দীলিপ কুমার সরকার ও ইবাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।