পাইকগাছায় আদর্শ মন্ডল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আদর্শ মন্ডল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার সোলাদানার চৌ-রাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বিনয় মন্ডল। বক্তব্য রাখেন, ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, দীলিপ ঢালী, প্রশান্ত মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল, নির্মল মন্ডল, করুনা মন্ডল, কিরণ মন্ডল, দেবব্রত ঢালী দেবু, মিথুন মন্ডল, প্রকাশ চন্দ্র মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, মন্টু মন্ডল, বিশ্বনাথ, দিপংকর, বিনয়, রবীন মন্ডল, উৎপল ও কালিপদ মন্ডল।
উল্লেখ্য, গত ৩০ জুন খালিয়ারচক গ্রামের পোনা ব্যবসায়ী সুবোল চন্দ্র মন্ডলের ছেলে আদর্শ মন্ডল একই এলাকার নৃপেন্দ্রনাথ মন্ডলের চিংড়ি ঘেরে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। পরে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে।