December 27, 2024
আঞ্চলিক

পাইকগাছায় অপরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি করায় জরিমানা

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অপরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি করার অভিযোগে ৪ মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বুধবার সকালে পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী আব্দুল খালেক গাজী ও আবুল কালাম আজাদকে ৬ হাজার এবং মুরগী ব্যবসায়ীকে খায়রুল আলম খোকা ও মনিরুল ইসলামকে ৪ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার দীপংকর প্রসাদ মলি­ক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *