পাইকগাছার ২৪০ জন মুক্তিযোদ্ধাকে শীতবন্ত্র প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের পর এবার মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৪০ জন মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিত সরকার, জামির হোসেন, আব্দুল গফুর ও মোহাম্মদ আলী গাইন।