January 22, 2025
আঞ্চলিক

পাইকগাছার ২৩নং পোল্ডারে কৃষি চাষের নিশ্চয়তা ও দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবী

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার ২৩নং পোল্ডারে কৃষি চাষের নিশ্চয়তা প্রদান ও দ্রæত বেড়িবাঁধ নির্মানের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। ভ‚মিহীন সংগঠনের উদ্যোগে সোমবার সকালে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার নিকট স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার ২৩নং পোল্ডার উর্বর কৃষি ভ‚মি। কৃষিই এখানকার মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু পোল্ডার অভ্যান্তরে লবণ-পানি প্রবেশ করে বাণিজ্যিক ভিত্তিতে চিংড়ি চাষ করার কারণে কৃষি চাষাবাদ ব্যাহত হচ্ছে। উর্বর ভ‚মি লবণাক্ত হয়ে কৃষি কাজের অনুপযোগী হয়ে পড়ছে। পোল্ডার এলাকায় তেমন কোন কাজ না থাকায় এলাকার অধিকাংশ মানুষ  বছরের বেশিরভাগ সময় ইট-ভাটা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে। যার ফলে ছেলে-মেয়েদের লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানুষ দরিদ্র থেকে অতিদরিদ্র হচ্ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ওয়াপদার বেড়িবাঁধ।

সংগঠনের নেতৃবৃন্দ স্বারকলিপির মাধ্যমে পোল্ডারে আমন মৌসুমে কৃষি চাষাবাদের জন্য লবণ-পানি উত্তোলন বন্ধ ও মিষ্টিপানির প্রবাহ নিশ্চিতকরণ এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় চলমান “উপক‚লীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্প” এর আওতায় দ্রæত বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস, অঞ্চল সমন্বয়ক সাইফুল ইসলাম, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, গোলজার হোসেন, আফজাল হোসেন, ভ‚মিহীন সংগঠনের নেতা বলরাম বাইন, আশুতোষ মন্ডল, সবিতা ঢালী, শংকর মন্ডল ও রঞ্জন সরকার।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *