পাইকগাছার সাবেক এসি ল্যান্ডকে শুভেচ্ছা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালকে উপজেলা প্রশাসন, মফস্বল সংবাদিক ফোরাম ও পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছালে প্রশাসন ও সাংবাদিক সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপজেলা পরিষদ চত্ত¡রে নবনির্মিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চ এবং শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম।