পাইকগাছার সাংবাদিকদের আ’লীগের নিউজ বর্জনের ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নিউজ বর্জন করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য ও কটুক্তি করেন। তাৎক্ষনিকভাবে উপস্থিত সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানান। পরে শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিকদের পক্ষ থেকে এ ব্যাপারে নিঃশর্ত ক্ষমাসহ আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নিউজ বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, আলাউদ্দীন রাজা,এম আর মন্টু, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, এমদাদুল হক, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাসেম, অমল মন্ডল ও কৃষ্ণ রায়।