October 23, 2024
আঞ্চলিক

পাইকগাছার সরল বাজারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌরসভার সরল বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বে-আইনী ভাবে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে সরল বাজারে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কমিটির সভাপতি আব্দুল মজিদ গাজীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল, শেখ আকবর আলী, ফারুক হোসেন, রিপন সহ অনেকেই।

বক্তারা বলেন, জেলা পরিষদের জায়গার ওপর এলাকার ২০ থেকে ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ২০ থেকে ২৫ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছে। কোন প্রভাবশালী ব্যক্তি ইজারার নামে বে-আইনী ভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে তাদেরকে উচ্ছেদ করতে পারে না। এটা সম্পূর্ণ বে আইনী। যারা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রæত আইনের আওতায় আনা হোক। পাশাপাশি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *