পাইকগাছার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে যুগ্ম-সচিব
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের যুগ্ম-সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোঃ শাহ আলম সরদার। তিনি গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে প্রস্তাবিত দুটি এলাকা পরিদর্শন করেন। প্রথমে তিনি শিবসা ব্রীজ সংলগ্ন কাঁকড়াবুনিয়া মৌজার বালুর মাঠ ও পরে তিনি বোয়ালিয়া বিএডিসি খামার সংলগ্ন হিতামপুর মৌজার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম-সচিব শাহ আলম বলেন, বর্তমান সরকার খেলাধূলার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের খেলাধূলার মান একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিভিন্ন খেলাধূলায় দেশের জয় নিশ্চিত হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা শেখ মোঃ তাহিদুল ইসলাম।