পাইকগাছার শিক্ষক রেজাউল করিমের সম্মাননা লাভ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌর সদরের দি-রাইজিং সান স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেছেন। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন শুক্রবার বিকালে ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষক রেজাউল করিমকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামছুল হুদা।
এদিকে শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করায় শিক্ষক রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, স্কুলের প্রতিষ্ঠাতা শেখ মোঃ জালাল উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য মোকলেছুর রহমান, এ্যাডঃ আলহাজ্ব আবু সাঈদ, জগন্নাথ সানা, মিরাজুল ইসলাম, রেজাউল করিম, আসলাম পারভেজ, প্রাক্তন প্রধান ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক রকিবুজ্জামান, প্রতিষ্ঠাকালীন শিক্ষক এসএম নূর উদ্দীন, শেখ বেলাল উদ্দীন বাবলু, এস রোহতাব উদ্দীন সহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।