পাইকগাছার মৎস্যজীবী সমিতির সদস্যদের আর্থিক সহায়তা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে উত্তরণ কার্যালয়ে সংস্থার অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় উপজেলা ধামরাইল মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ প্রায় ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভ‚মি কমিটির সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, উত্তরণের সেন্টার ম্যানেজার মাহফুজা সুলতানা ও সেলিম আহমেদ সহ মৎস্যজীবী সমিতির সভাপতি-সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।