পাইকগাছার মেধাবী শিক্ষার্থী আবির হামজা আবারও ব্রেন টিউমারে আক্রান্ত; সাহায্যের আবেদন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার মেধাবী শিক্ষার্থী আবির হামজা আবারও ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকরা আবিরের দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। পুনরায় অপারেশন করার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন যা দিন মজুর পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন অসুস্থ আবির ও তার পরিবার। উলে¬খ্য, পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের কিনু গাজীর ছেলে ও শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবির হামজা ব্রেন টিউমারে আক্রান্ত হলে ১ বছর আগে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালে ভর্তি করা হয়। বিভিন্ন লোকের সাহায্য সহযোগিতা নিয়ে অপারেশন করার পর বছর খানেক সুস্থ থাকার পর আবির অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হসপিটালে নিয়ে গেলে পরীক্ষা-নিরিক্ষা করে হসপিটালের সহকারী অধ্যাপক ডাক্তার সুদীপ্ত কুমার মুখার্জী আবির আবারও ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে এবং তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এ দিকে পুনরায় অপারেশন করার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন তা আবিরের দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য তার পিতা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন। সহায়তা পাঠাবার ঠিকানা, কিনু গাজী সঞ্চয়ী হিসাব নং ২৯৩৬৫ ইসলামী ব্যাংক লিঃ, পাইকগাছা শাখা, খুলনা। পার্সোনাল বিকাশ নং ০১৯৬২-৮৯৭৭৭৬।