December 22, 2024
আঞ্চলিক

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক শিবশংকর রায়, শিক্ষক অনিল কৃষ্ণ রায়, কালিপদ সরকার, আব্দুল আজিজ নায়েব, হরিচাঁদ মন্ডল, হিমাংশু কুমার বিশ্বাস, নাসিমা বেগম, ৯৫ ব্যাচের শিক্ষার্থী কবির হোসেন, কাজী বরকতউল্লাহ, সুজিত কুমার ঘোষ, আব্দুর রাজ্জাক গাজী, হাবিবুর রহমান, তমাল কান্তি ঘোষ, সঞ্জয় কুমার সাধু, সমিরুল ইসলাম, রামচন্দ্র, সমর মুখার্জী, সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য আব্দুল হাকিম, শিক্ষার্থী আনিকা, প্রত্যাশা ব্যানার্জী, অর্পন দেবনাথ, ঈশিতা আক্তার, তৃপ্ত, তাজিন ও তামান্না। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের মৃত শিক্ষক, কর্মচারী ও ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *