পাইকগাছার ব্যবসায়ী ওয়াজেদ আলীর মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ওয়াজেদ আলী দফাদার (৫৫) আর নেই। তিনি দীর্ঘদিন রোগভোগের পর শুক্রবার সকাল ৮ টায় গোপালপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জুম্মা বাদ মানিকতলা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রাক্তন শিক্ষক মঈন উদ্দীন, মাস্টার এসএম খলিলুর রহমান, সৈয়দ আলী সরদার, বাবর আলী সরদার ও জিএম হারুন অর রশিদ মুন্না।