পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, সুফল মন্ডল, নিখিল চন্দ্র মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, সুষ্মিতা সরকার, রনজিতা ঘোষ, সোমা রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। অনুরূপভাবে প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে ইউনিভার্স্যাল এডাস স্কুলের বাণী অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কবিতা দাশ, রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, জগদীশ চন্দ্র রায়, অখিল মন্ডল, শিক্ষক অতীষ কান্তি সরকার, অঞ্জনা মুখার্জী, প্রভাতি স্বর্ণকার, তানসিনারা লাবু, শিউলী বিশ্বাস, মৃগাঙ্গ বিশ্বাস, অভিভাবক হেমন্তী মন্ডল, ববিতা সরকার, সমর দাশ, শুক্লা দত্ত, জয়ন্ত, বিধান মল্লিক, অভিজিত রায় ও পুরোহিত আনন্দ ব্যানার্জী।