পাইকগাছার জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় ফসিয়ার রহমান মহিলা কলেজ (প্রথম), পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (দ্বিতীয়) ও পাইকগাছা সরকারি কলেজ (তৃতীয়) স্থান অধিকার করে। অনুরূপভাবে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রথম), শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতীয়), রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল ও ইউনিভাস্যাল এডাস স্কুল যৌথ ভাবে (তৃতীয়) স্থান অধিকার করে। পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।