পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৫জন গ্রাম পুলিশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতের উপহার হিসেবে কম্বল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী সাইফুর রহমান, খাদ্য সহকারী সবুর খান, সুমন আল মামুন ও সুজয় মিস্ত্রী।