পাইকগাছার কৃতিম পা পেয়ে স্বাভাবিক জীবনে জাফর
মানবেতর দৃষ্টান্ত রাখলেন চেয়ারম্যান তুহিন
পাইকগাছা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় পা হারানো পাইকগাছার জাফর মোড়ল (২২) প্লাস্টিকের কৃতিম পা পেয়ে স্বাভাবিক চলাচল শুরু করেছে। সে পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আনসার মোড়লের ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসে ইটের ভাটায় যাওয়ার সময় যশোরের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তার একটি পা পিকআপের চাকায় পিষ্ট হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় কর্তব্যরত ডাক্তার তার ডান পা সম্পূর্ণ কেটে ফেলে। পঙ্গু অবস্থায় ভিক্ষাবৃত্তি শুরু করে। আগস্ট মাসে জাফর লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের কাছে ভিক্ষা চাইতে গেলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় সে বলে সংসার চালাতে ভিক্ষাবৃতি ছাড়া তার বিকল্প কোন পথ নেই।
সব কিছু জানার পর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন তার একটি কৃতিম পা সংযোজনের সিদ্ধান্ত নিয়ে আবারো মানবেতর পরিচয় দেন। চলতি মাসের প্রথম দিকে জাফরকে নিয়ে চেয়ারম্যান সাতক্ষীরার নলতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রায় অর্ধলাখ টাকা ব্যয় করে প্লাস্টিকের একটি কৃতিম পা তৈরী করে তাকে লাগিয়ে দেয়। চেয়ারম্যান তুহিন বিগত দিনে উপজেলায় প্রায় ৫০জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য হুইল চেয়ারম্যান প্রদান করেন। সর্বশেষ গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে তার পিতা-মাতা ও সন্তানের সামনে কৃতিম পা হস্তান্তর করা হয়।