December 21, 2024
আঞ্চলিক

পাইকগাছার এমপি বাবু’র মায়ের সুস্থতা কামনায় দোয়া

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ আসনের সংসদ সদস্য এবং শেখ নূরুল ইসলাম-হোসনেয়ার (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফেজিয়া মাদ্রাসা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর মাতা মহিষী রমণী ফাতেমা খানম সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাইকগাছায় অবস্থিত শেখ নূরুল ইসলাম-হোসনেয়ার (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফেজিয়া মাদ্রাসা এবং শেখপাড়া শাহী জামে মসজিদের যৌথ উদ্যোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলহাজ্ব মুফতি বজলুর রহমান, মাওঃ আবু ইউসুফ, হাফেজ শেখ জিয়াদুল ইসলাম, শেখ মোস্তফা আল তারিফ, শেখ রজলুর রহমান, শেখ মনিরুল ইসলাম, শেখ আকবর আকুঞ্জি, শেখ শামছুর রহমান, শেখ মামুদ আলী ছিদ্দিকী, শেখ ইব্রাহিম, হাফেজ বেল্লাল হুসাইন, শেখ মুস্তাক হোসেন, শেখ জিয়াউল ইসলাম, শেখ ইমান হোসেন, শেখ মিজবার হোসেন আকুঞ্জি, শেখ ইয়াসিন হোসেন, শেখ আসাদুজ্জামান (ময়না)-সহ আরও অনেকে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *