পাইকগাছার ইউএনও জুলিয়া সুকায়না’র পুকুর খনন কাজ পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পুকুর খনন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের “পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষে জেলা পরিষদের পুকুর/ দীঘি/জলাশয় সমূহ পুনঃ খনন/ সংস্কার” প্রকল্পের আওতায় উপজেলার লবণ অধ্যুষিত গড়ইখালী ইউনিয়নের কুমখালী সরকারি পুকুর খনন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংস্কার কাজ দ্রুত গতিতে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ ও জনস্বাস্থ্য দপ্তরের সিসিটি অরুণ ঢালী। উলেখ্য, ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ২ বিঘা আয়তনের পুকুরের খনন কাজ শেষ হলে অত্র এলাকার কয়েকটি গ্রামের শত শত পরিবার সুপেয় পানির সুবিধা পাবে।