December 21, 2024
আঞ্চলিক

পাইকগাছার ইউএনও ও এসিল্যান্ডের অবৈধ মৎস্য মার্কেট পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় নবনির্মিত অবৈধ মৎস্য মার্কেট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম। খুলনা জেলা প্রশাসকের স্থায়ী বন্ধের নির্দেশনা উপেক্ষা করে মার্কেটের কার্যক্রম অব্যাহত রাখার প্রেক্ষিতে সোমবার সকালে ইউএনও ও এসিল্যান্ড মার্কেটটি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রশাসনের দুই পদস্থ কর্মকর্তা নবনির্মিত মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সোমবারের মধ্যে মার্কেট অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হলে মঙ্গলবার থেকে মার্কেটের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রয়োজনে উচ্ছেদ করা হতে পারে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন। এছাড়া মার্কেটের সামনে সরকারি খালের ওপর কালবার্ট নির্মাণ করে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কালবার্টটি অপসারণ করার জন্য তাদেরকে নির্দেশ দেন।

এদিকে জেলা প্রশাসক কর্তৃক অবৈধ মৎস্য মার্কেটের স্থায়ী বন্ধের নির্দেশনা বাস্তবায়ন ও মার্কেটটি উচ্ছেদের দাবিতে সম্মলিত ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি আহŸান করেছে।

উল্লেখ্য, পৌর সদরে আধুনিকমানের আড়ৎদারী মার্কেট থাকার পরও কতিপয় ব্যবসায়ী শিববাটী ব্রীজ সড়কের পাশে কৃষি জমির ওপর অনুমোদন ছাড়াই মৎস্য আড়ৎদারী মার্কেট নির্মাণ করে। মার্কেটটি বন্ধের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন আড়ৎদারী ব্যবসায়ীরা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *