পাঁচ হাজার পরিবারের দায়িত্ব নিলো বেলকোন গ্রুপ
করোনা মোকাবিলায় যানবাহন চলাচল, অফিস আদালত ও অধিকাংশ দোকান ও বিপনী বিতান বন্ধ রয়েছে। ঘুরছে না অনেক কলকারখানার চাকা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বিশেষ করে দিনমজুর। দিনের রোজগার দিয়ে যাদের সংসার চলে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে।
নওগাঁয় এরকম কর্মহীন ৫ হাজার পরিবারের কয়েক দিনের খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছে বেলকোন গ্রুপ। চাল, ডাল ভোজ্য তেল, আলুসহ খাবার সামগ্রী বিতরণ করবে তারা।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে বিএইচ স্পেশালাইড কোল্ড স্টোরেজ চত্বরে চলছে খাবার সামগ্রী প্যাকেট করার কাজ। বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় সিরাজী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী বেলকোন গ্রুপের জেনারেল ম্যানেজার আবু ওয়াহাব হোসেন আলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বেলাল হোসেন বলেন, দুযোর্গ মোকাবিলাসহ সারাবছর মানুষের কল্যাণে কাজ করে বেলকোন। তারই ধারাবাহিকতায় করোনা মোকাবিলা করতে প্রথম অবস্থায় ৫ হাজার মানুষকে অন্তত ৫ দিন খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তালিকা তৈরি করে নিজস্ব পরিবহনের মাধ্যমে ওইসব পরিবারে গিয়ে খাবার সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।