January 19, 2025
আন্তর্জাতিককরোনা

পাঁচ মাসে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড ভারতে

ভারতে নিয়ন্ত্রণহীন করোনাভাইরাস লাগাম টেনেছে গত ২৪ ঘণ্টায়। পাঁচ মাসের মধ্য গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এই সময়ে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রতিদিনের শনাক্ত ও মৃত্যুহার গত ১০ জুলাই থেকে কম রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃত্যুও নেমে এসেছে ৪শ’র নিচে। নতুন করে ৩৮৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯৫৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার মানুষ। এ নিয়ে মোট প্রায় ৮২ লাখ মানুষ সুস্থ্ হয়েছেন। সুস্থতার হার ৯৪ দশমিক ৬ শতাংশ।

ভারত এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় কোটির বেশি ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত প্রায় পৌনে এক লাখ।

এদিকে, বিশ্বে করোনা শনাক্ত বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। মৃত মানুষের সংখ্যা সাড়ে ১৫ লাখ হাজার ছাড়িয়ে গেছে।

করোনার এ অবস্থায় ভ্যাকসিনেরও বেশ অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যে অনুমদোন পেয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। আজ দেশটিতে ভ্যাকসিন দেয়ার কাজ শুরুর কথা রয়েছে। এছাড়া রাশিয়াও তাদের তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিনের প্রয়োগ শুরুর কথা জানিয়েছে। ভারতেও ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়েছে ফাইজার ও সিরাম ইনস্টিটিউট।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *