November 27, 2024
খেলাধুলা

পাঁচ দশক অপেক্ষার পর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অবশেষে ফুটবলে মেজর শিরোপার দেখা পেয়েছে ইংলিশরা। বছরের পর বছর অপেক্ষা করে শেষ পর্যন্ত সোনার হরিণ ধরা দিয়েছে।

উইমেন্স ইউরোতে রাজত্ব করা জার্মানিকে হারিয়ে ইউরোপ সেরার তকমা পেল ইংল্যান্ডের মেয়েরা।

রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরোর ফাইনালে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।

স্টেডিয়ামে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ তৈরি করে ইংল্যান্ড-জার্মানি। ৫৬তম মিনিটে ইংলিশদের হয়ে বদলি নামেন এলা টুন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন তিনি।

৭৯তম মিনিটে পাল্টা-আক্রমণে গোল করে জার্মানিকে সমতায় ফেরান মাগুল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায় থেকেই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ের ১১০তম মিনিটে অবশেষে জয়সূচক গোল করে বসেন ক্লোয়ি ম্যাগি কেলি। তার গোলেই ইতিহাস গড়ে ইংল্যান্ড। প্রথমবারের মতো ফুটবলে মেজর ট্রফির দেখা পায় দলটি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *