পহেলা ফাল্গুন
মাকছুদুর রহমান
হাজারো মুকুলের গন্ধে
পহেলা ফাল্গুন এসেছে ছন্দে।
হ্নদয় রাঙাবো তুমুল দ্বন্দ্বে,
তবুও প্রেম মিলবে, বসন্তীয় মুকুলে।
সাজের মর্ম জমবে,
আজি বৃক্ষের পানে দখিনা বাতাসে,
নতুন ভালবাসা মিলেছে।
পহেলা ফাল্গুন গীতিকার লিখে গান মন আনন্দে,
সুরে, ছন্দে গীটারের কোণে।
তবুও ভালো কি আমায় বাসবে।
এসেছে পহেলা ফাল্গুন,
বসন্তীয় মুকুলের গন্ধে