January 19, 2025
আন্তর্জাতিককরোনা

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল

দেশ হিসেবে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বিবেচনায় ভারতের অবস্থান দ্বিতীয়। কয়েকমাস আগে সংক্রমণের হার কিছুটা কমলেও সম্প্রতি আবার তা বাড়তে শুরু করেছে। দেশটির বেশিরভাগ প্রদেশেই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। কলকাতার গণমাধ্যমগুলো বলছে, রাজ্যটিতে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন।

আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুর হারও। রোববার (৬ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় (শনি থেকে রোববার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে মারা গেছেন ৪৬ জন। দৈনিক আক্রান্ত ও সুস্থতার ব্যবধান কমে আসছে।

বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রোববার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। রাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৮৪০। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭০ হাজার ২২৩ জন।’

উল্লেখ্য, রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭২৩ জন।

এদিনও দৈনিক শনাক্তের দিক থেকে শীর্ষে ছিল কলকাতা। আগের ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮১৮ জনের শরীরে। এরপরেই উত্তর ২৪ পরগনায় ৭৭০ জন। এছাড়া নদিয়ায় ১৪১, দক্ষিণ ২৪ পরগনায় ১৭৩, হাওড়ায় ১৬৪ জন, হুগলিতে ১১৪ জন, পূর্ব মেদিনীপুরে ৯০, দার্জিলিংয়ে ১৫১ জন ও জলপাইগুড়িতে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *