পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ৩১৬৫, মৃত্যু ৬২
পশ্চিমবঙ্গে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণ ৩ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন।
এ নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টম্বর) সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩০২ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের সবশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৫ জন। অন্যদিকে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ১১ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৮৩ জন।
রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭ দশমিক ১৬ শতাংশ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ জনে।
এছাড়া পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৮৩। এরপরই রয়েছে কলকাতায় ৪ হাজার ১৪২ জন, দক্ষিণ ২৪পরগনায় ১ হাজার ৫৯৬ জন, হাওড়ায় ১ হাজার ২৮৮ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, সোমবার অবধি ৪৩ হাজার ৩১৩টি করোনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২৮ লাখ ৩৩ হাজার ৮৩১টি পরীক্ষা করা হয়েছে।
রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ৩৭টি ও সরকারি অধিকৃত বেসরকারি হাসপাতাল ৫৫টি। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৬৭৫, ক্রিটিক্যাল ইউনিটে বেডের সংখ্যা ১২৪৩ এবং করোনা রোগীদের জন্য লাইফ সাপের্টের যন্ত্র আছে ৭৯০টি।