পলীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
পল্লীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আনিছুর রহমান মুছা এবং তাঁর স্ত্রী জেবুন্নেছা হজ্বযাত্রা ব্রত পালনের উদ্দেশ্যে গমন করবেন। গতকাল সোমবার সকাল ১১টায় পল্লীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয় ও গোলাম মোক্তাদির প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে তাঁদের হজ্বযাত্রা সফলতা কামনায় বিদ্যালয় প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑউভয় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑশেখ আবিদ হোসেন, একরামুল আজাদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান স্বপন কুমার কবিরাজ, মোঃ মৃদুল, মাসুদ চৌধুরী, মোসাঃ তাসলিমা খাতুন, প্রশান্ত কুমার মÐল, মোঃ শাহীন হোসেন, শেখ শফিকুল ইসলাম, শেখ তরিকুল ইসলাম, নীতিশ সরকার, মোসাঃ মারিয়া, দেবাশিস হালদার, আসলাম হায়াৎ খান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ফুয়াদ হোসেন।