পরীক্ষা ছাড়াই ফেরত এলো অর্ধশতাধিক নমুনা!
করোনা পরীক্ষার জন্য পিরোজপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের ল্যাবে পাঠানো অর্ধশতাধিক নমুনা পরীক্ষা ছাড়াই ফেরত পাঠানো হয়েছে। নমুনাগুলো রিজেক্টেড দেখিয়ে তা ফেরত পাঠায় শেবাচিম ল্যাব কর্তৃপক্ষ।
পিরোজপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন পরীক্ষার জন্য পিরোজপুর থেকে ৫৬টি নমুনা সংগ্রহ করে শেবাচিম হাসাপাতালের ল্যাবে পাঠানো হয়। এরপর গত ২২ জুন সবগুলো নমুনাই ফেরত পাঠানো হয়। তবে কী কারণে নমুনাগুলোর পরীক্ষা করা হয়নি, তা জানতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, হতাশ হওয়ার কারণ নেই। যাদের নমুনা ফেরত এসেছে, পুনরায় সেগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এখন পর্যন্ত পিরোজপুরের সাতটি উপজেলায় ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে এদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। আর পরীক্ষার জন্য পিরোজপুর থেকে দুই হাজার ৭৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনও ৭৪৬টি ফলাফল অপেক্ষমান রয়েছে।