পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে উত্তর, কারাদণ্ড শিক্ষকের
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোনের মাধ্যমে উত্তর প্রেরন করায় দুই বছরের কারাদণ্ড হল এক শিক্ষকের। আজ বৃহস্পতিবার বাহুবল ডিগ্রি কলেজে দাখিল পরীক্ষায় উপজেলা নিবার্হী কর্মকর্তা রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। দণ্ডিত শিক্ষক রকেট উদ্দিন সরকার উক্ত উপজেলার মিরপুর মাদ্রাসার শিক্ষক।
ইউ এন ও এক বিবৃতিতে বলেন, গণিত পরীক্ষা চলাকালীন পরীক্ষার বাইরে থেকে উক্ত পরীক্ষার বিভিন্ন প্রশ্নের উত্তর মোবাইল এর মাধ্যমে সরবরাহ করছিলেন শিক্ষক রকেট উদ্দিন, এ সময় ইউএনও পরিদর্শনে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং তার মোবাইল পরীক্ষা করে দেখা যায় পরীক্ষার সকল উত্তর তার মোবাইল এর মাধ্যমে তিনি পরীক্ষার হলে ছাত্রদের প্রেরণ করছেন। সেই অবস্থাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই শিক্ষকের দুই বছরের কারাদণ্ড এবং পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ব্যবহারের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে তিনি জানান।