December 21, 2024
আঞ্চলিক

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সদস্যরা সুন্দরবন আসছেন

তথ্য বিবরণী

জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা আগামী ১২ মার্চ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা ১৩ ও ১৪ মার্চ  সুন্দরবনে বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। ১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় সুন্দরবনগামী নৌযানে কমিটির ১৩তম বৈঠকে যোগদান করবেন।

জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা হলেন: সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী ও সদস্য মোঃ শাহাব উদ্দিন, এবং উপমন্ত্রী ও সদস্য বেগম হাবিবুন নাহার, সদস্য আনোয়ার হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন। ১৪ মার্চ বিকেলে সভাপতিসহ ও সদস্যরা ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *