পরিকল্পনা কমিশনের নতুন সদস্য জাকির হোসেন
দক্ষিণাঞ্চল ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন আকন্দকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করেছে সরকার। তাকে নতুন দায়িত্বে বদলি করে গতকাল রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশনের পাঁচটি বিভাগের মধ্যে কার্যক্রম বিভাগ, ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও শক্তি বিভাগ এবং আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে সদস্য থাকলেও কৃষি, পানি সম্পদ ও পলী উন্নয়ন বিভাগের সদস্যের পদটি স¤প্রতি ফাঁকা হয়। ওই পদে থাকা জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান গত ১৪ ফেব্র“য়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।