পররাষ্ট্র সচিবও করোনায় আক্রান্ত
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়।
পররাষ্ট্র সচিবের শরীরে এসময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র সচিবের নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন।
ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের যোগ দেওয়ার কথা ছিল। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।