November 25, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

‘পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে কেন ভারতের সাহায্য চান’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য চান কেন? আমরা গোটা জাতীর পক্ষ থেকে এই কথাটার ব্যাখ্যা চাই। আমরা এটা জানতে চাই সরকারের কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং ভারত সরকারের কাছেও।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্যে সুস্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগ সরকার ভারতের আনুকূল্যে ক্ষমতায় টিকে আছে। পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন, তাতে আজ প্রশ্ন উঠেছে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র, সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ থাকবে কি থাকবে না।

মির্জা ফখরুল বলেন, সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে। চাল, তেলসহ এমন কোনো পণ্য নেই যার মূল্য দুই গুণ, তিন গুণ, এমনকি চার গুণ বাড়েনি। কারণ প্রধানমন্ত্রী বলেন বিশ্ব অর্থনীতিতে সংকট। তাহলে আগে থেকে আপনারা কেন ব্যবস্থা নেননি?

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হক মিলন, মীর শরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ আরও অনেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *