পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল
দক্ষিণাঞ্চল ডেস্ক
বাংলাদেশে এবার শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল। গতকাল শনিবার সন্ধ্যায় দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে।
আজ রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুলাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়।
সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রাতই হবে শবে বরাতের রাত। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে থাকে। পাশাপাশি শবে বরাত ঘিরে নিজেদের ভালো খাওয়া এবং অন্যদের খাওয়ানোর চলও রয়েছে বাংলাদেশে। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।