November 24, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ বন্ধে আইনি ব্যবস্থা নেবে ডেনমার্ক ও সুইডেন

পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মীয় পুস্তক পুড়িয়ে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে ডেনমার্ক। এ জন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সুইডেনও একই ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এ ধরনের বিক্ষোভে উগ্রবাদীরা লাভবান হয়। নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। নিরাপত্তা ও কূটনৈতিক কারণে দেশটি এ কথা ভাবছে।

দূতাবাসের বাইরে এ ধরনের বিক্ষোভ ও কিছু পরিস্থিতি ঠেকাতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কোপেনহেগেন। সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরাও একই ধরনের ব্যবস্থা নিচ্ছেন।

দুটি দেশেই বেশ কয়েকবার কোরআন শরিফ পুড়িয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, অন্য দেশ, সংস্কৃতি ও ধর্মের অবমাননা করা হচ্ছে—এমন বিক্ষোভ ঠেকাতে পদক্ষেপ নিতে চায় ডেনমার্ক। এ ধরনের বিক্ষোভ ডেনমার্কের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, সুইডেনের নিরাপত্তার স্বার্থে একই ধরনের আইনি পদক্ষেপ তাঁরা নিতে যাচ্ছেন।

ইন্টারন্যাশনাল ডেস্ক

শেয়ার করুন: