পদ্মা সেতু, দৃশ্যমান হল ২৭০০ মিটার
পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ২৭০০ মিটার দৃশ্যমান হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে সেতুর মাওয়া প্রান্তে ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর এই স্প্যানটি বসানো হয় বলে জানান পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হয়। পরে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে।
পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, চ্যালেঞ্জিং সব কাজ শেষ হয়েছে। এখন দ্রুতই এগোবে সেতুর কাজ। চীন থেকে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি ইতোমধ্যে বসানো হয়েছে। এ মাসে মোট তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা ছিল। তার মধ্যে একটি বসানো হল।
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতু।
২০১৫ সালের ডিসেম্বর সেতুর মূল কাজ শুরু হয়। ২০১৮ সালের মধ্যে নির্মাণের লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। সরকার এখন ২০২১ সালের জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করছে।
সেতুর কাজ যথাসময়ে শেষ না হওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৭ অক্টোবর বলেছিলেন, “পদ্মা খুবই আনপ্রেডিক্টেবল নদী বলে এখানে শিডিউল অনুযায়ী কাজ শেষ করা যায় না।”