পদ্মা-মেঘনা নামেই বিভাগে আগ্রহী প্রধানমন্ত্রী
মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ করতে নিজের আগ্রহের কথা পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন দুই বিভাগ নিয়ে আলোচনাকালে এ আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই একনেক সভা অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘সেখানে (একনেক সভায়) উনি (প্রধানমন্ত্রী) পুর্নব্যক্ত করেছেন ওনার ইচ্ছেটা- আমাদের দুটো বড় নদী মেঘনা-পদ্মা, কুমিল্লাটা হতে পারে মেঘনা ডিভিশন, আর ফরিদপুর হবে পদ্মা ডিভিশন। দুই নদীর নামে চাচ্ছেন। এ রকম একটা ইচ্ছের কথা পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। ’