পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর দিন শরিফুল ইসলাম (১৯) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভোরে পদ্মা নদীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে হরিশংকরপুর পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
শরিফুল মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ভাটা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার নৌকা নিয়ে রোববার রাতে পদ্মায় যান শরিফুলসহ তিনজন জেলে। মাছ ধরতে ধরতে রাতে নৌকায় জাল আটকে গেলে জাল ছাড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যান শরিফুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক চেষ্টা করেও রাতে আর তাকে পাওয়া যায়নি। পরে সোমবার ভোরে হরিশংকরপুর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।