January 20, 2025
খেলাধুলা

পদত্যাগ করেননি টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি!

‘পদতাগ করেছেন নেইল ম্যাকেঞ্জি। এ দক্ষিণ আফ্রিকান আর বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ নন, গতকাল (শুক্রবার) বিকেলে এ খবর ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। ক্রিকেটের জনপ্রিয় দুই ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ আর ‘ক্রিকবাজ’ এই মর্মে প্রতিবেদন প্রকাশও করেছে। যার থেকে স্থানীয় মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে সে খবর।

সেখানে ম্যাকেঞ্জির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, ‘বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটিং কোচ পদ থেকে আমি পারিবারিক কারণে অব্যহতি নিয়েছি।’ তার এই কথায় পরিষ্কার হয় যে, বাংলাদেশের ক্রিকেট দলের সাথে সম্পর্ক চুকে গেছে। মানে নেইল ম্যাকেঞ্জি আর টাইগারদের ব্যাটিং পরামর্শক নন।

কিন্তু রাত পোহাতে মিললো ভিন্ন খবর। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান শোনালেন অন্য কথা। জাতীয় দলের পরিচর্যা, তত্ত্বাবধান ও কোচ নিয়োগসহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান আজ (শনিবার) সকালে জাগো নিউজকে জানালেন, ‘ম্যাকেঞ্জি কিন্তু পদত্যাগ করেননি।’

আকরাম বলেন, ‘আমাদের কাছে তিনি যে মেইল পাঠিয়েছেন, তাতে এমন কথা বলা নেই যে বাংলাদেশের জাতীয় দলের সাথে তিনি আর কাজ করবেন না। এই করোনাকালীন সময়ে তিনি পারিবারিক অসুবিধার কারণে আমাদের সাথে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। মানে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ও শ্রীলঙ্কায় তিন টেস্ট চলাকালীন প্রায় ৬০ দিন সময় যে তার বাংলাদেশ দলের সাথে থাকার কথা ছিল, সেটা তিনি পারবেন না। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, আর কখনও কাজ করবেন না- এমন কথা কিন্তু বলেননি। তার মেইলে এমন কোনো কথা লেখা নেই।’

আকরাম আরও জানান, ‘আসলে প্রস্তুতি আর অনুশীলন মিলে দু’ মাসের ব্যাপার। এই সময়টা আমাদের জাতীয় দলের সাথে কাজ করতে না পারার অপারগতা প্রকাশ মানেই কিন্তু একদম সরে দাঁড়ানো নয়। এখন আমার মনেও জেগেছে প্রশ্ন, তিনি কি করে এমন কথা বললেন? কারণ আমাদের কাছে পাঠানো মেইলে তো পদত্যাগের কথা লেখা নেই।’

খুব প্রাসঙ্গিকভাবে প্রশ্ন জাগে, সত্যিই যদি অব্যাহতি না নিয়ে থাকেন, তাহলে ম্যাকেঞ্জি ‘ক্রিকইনফো’ ও ‘ক্রিকবাজে’র কাছে পদত্যাগের কথা কথা জানিয়েছেন কেন? আকরাম খানের ব্যাখা, ‘আমার কাছে যে মেইল এসেছে, তাতে এই কথা নেই। তাই আমি বলতে পারছি না, আসলে ম্যাকেঞ্জি ব্যাটিং কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন কি না।’

ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যানের কথায় এক নতুন জটিলতার সৃষ্টি হলো। তবে যাই হোক, ম্যাকেঞ্জি শ্রীলঙ্কা যাচ্ছেন না- এটা নিশ্চিত। তার জায়গায় নতুন কেউই যাবেন। বিসিবির কাছে আছে দুই থেকে তিনজনের নাম। তার মধ্যে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানেরও আছেন। আকরাম খান জাগো নিউজকে জানালেন, ‘আমরা খুব শিগগিরই ঐ ২-৩ জনের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেব। তবে সেটা শুধু শ্রীলঙ্কা সফরের জন্য।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *