January 21, 2025
আঞ্চলিক

পথের বাজার বণিক সমিতির নির্বাচনে রুহুল সভাপতি, সিরাজুল সম্পাদক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রুহুল কুদ্দুস লস্কর চেয়র প্রতিক নিয়ে ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্ব›দ্বী নূর ইসলাম সরদার পান ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম শেখ ১০৭ ভোট পেয়ে চেয়ার প্রতিক নিয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এরশাদ আকুঞ্জি  ফুটবল প্রতিক নিয়ে পান ৫৮ ভোট এবং অন্যান্য ৯টি পদে  কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।

সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম আন্না, সহ-সভাপতি মকবুল সরদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সরদার নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ ফারাজি, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন মওলা, প্রচার সম্পাদক দুলার কুমার আইচ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মোঃ সোহেল শেখ, রানা আকুঞ্জি, রানা ভৌমিক, বিপুল কুমার দাশ, নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন। তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৭৯ জন ভোটারের মধ্যে ১৭২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *