পথের বাজার চেক পোষ্টে মাদকসহ যুবক আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে গাজাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ঝিনাইদহের মহেশপুরের জালিমপুর গ্রামের হাজিপাড়ার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ রাকিব (১৯)।
পথের বাজার চেক পোষ্টের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, নিয়মিত তল্লাশী চলাকালে মঙ্গলবার বেলা ১২টার সময় আটককৃত ব্যক্তি পায়ে হেটে চেকপোষ্ট এলাকা অতিক্রম করছিল। এ সময় তার চলাফেরা সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী চালিয়ে ২০০ গ্রাম গাজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-১২, তাং- ২৮/ ০১/২০।