পথের বাজার চেক পোষ্টে বিদেশী মদসহ আটক ২
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ৪ বোতল বিদেশী মদ সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো গোপালগঞ্জের কোটালী পাড়ার ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৪) ও ফরিদপুরের ভাংগার অদিত্য মালোর পুত্র হৃদয় মালো(২০)। গত শনিবার সন্ধা পৌনে ৭টায় পথেরবাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাসী চলাকালে পথেরবাজার পুলিশ ফড়িী ইনচার্জ এসআই শেখ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে । এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৬, তারিখ- ৮/২/২০২০।