পথশিশুদের মাঝে সিটি মেয়রের খাবার ও শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাধ্যানুসারে সকলকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। মানুষ মানুষের জন্য এই আদর্শের ভিত্তিতে আমরা যদি আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াই তাহলে সমাজের দরিদ্র মানুষের দুর্দশা লাঘব অনেক সহজ হবে। তিনি বলেন, শীত মৌসুমে অনেকে সেবার মানোভাব নিয়ে শীতার্ত দু:স্থ মানুষের পাশে দাড়াচ্ছেন। সামর্থবান সকলে এভাবে এগিয়ে আসলে সাম্য ও মৈত্রীর বন্ধনে আমাদের সমাজ জীবন শান্তিময় হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গাস্থ প্রভু যীশু গীর্জায় পথশিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গীর্জা কর্তৃপক্ষের উদ্যোগে এ খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, গীর্জার বিশপ জেমস রমেন বৈরাগী, ফাদার জ্যাকব এস বিশ্বাস, ডা. অপু লরেন্স বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস-এর পরিচালক দাউদ জীবন দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুপুর ২টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর কয়লাঘাটায় খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সমিতির পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহম্দ আলী খান, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার এস এম কামরুজ্জামান, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শেখ আসাদুর রহমান, আলহাজ্ব শেখ সাহেব আলী, আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন ও খুলনা মুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী এনামুল হক টুকু।